EDTECO EDUCATION MANAGEMENT SYSTEM
জোড়খালি দাখিল মাদরাসা
বিসমিল্লাহির রহমানির রাহিম
নাহমাদুহু ওয়া নুছাল্লি আলা রাসুলিহিল কারীম
সমগ্র বিশ^ জাহানের প্রতিপালক মহান আল্লাহ তা’আলার দরবারে অসংখ্যা শোকরিয়া আদায় করছি যিনি বিচার দিনের মালিক। সাথে সাথে দরুদ ও সালাম পেশ করছি বিশ^ মানবতার শ্রেষ্ঠ শিক্ষক সাইয়্যেদুল মুরছালীন নবী করিম (সাঃ) এর উপরে। দ্বীনি শিক্ষা হলো আল্লাহ তাআলা ও তাঁর প্রিয় হাবীব (সাঃ) এর সস্তুষ্টি অর্জনের মাধ্যম। কেন না আল্লাহ তা’আলা যাকে পছন্দ করেন তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন। বর্তমান বিশে^র ধর্মীয় জ্ঞান অর্জন বিচ্ছিন্ন কোন জ্ঞান অর্জন নয়। তাতে ইহকালীন ও পরকালীন উভয় জাহানের মুক্তির নিদের্শনা বিদ্যমান রয়েছে। এ কারনে দ্বীনি শিক্ষায় শিক্ষিতরা দ্বীনি শিক্ষার পাশাপাশি জাগতিক বিভিন্ন বিষয়ে সমান তালে অবদান রেখে যাচ্ছে।
আমরা দ্বীনি শিক্ষা প্রসারের একজন অংশীদার হতে পেরে গৌরবান্বিত। দ্বীনি শিক্ষার এরকম প্রতিষ্ঠান হলো জোড়খালি দাখিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। মাদ্রাসার পাবলিক পরীক্ষার ফলাফল অর্জনের ক্ষেত্রে ধারাবাহিকতার সাফল্যের যোগসূত্র বললে চলে। এ ক্রমবর্ধমান উন্নতিকে ধরে রাখতে ও বেগবান করতে আমরা বদ্ধ পরিকর। এ লক্ষ্যে আমরা চাই শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও ম্যানেজিং কমিটির সমন্বিত প্রচেষ্টাকে প্রবাহমান রাখতে। এ লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা, কল্যানমূলক উপদেশ ও গঠনমূলক সমালোচনা এবং দোয়া কামনা করছি।
মোঃ মোস্তাফিজুর রহমান
সভাপতি
জোড়খালি দাখিল মাদ্রাসা
মাদারগঞ্জ , জামালপুর